আহসান হাবীব - মোমেনশাহী
৪৯৪৬. প্রশ্ন
আমি কলেজে পড়ি। আমার বন্ধুদের অনেককেই বিভিন্ন প্রাণীর ছবিবিশিষ্ট কাপড় পরতে দেখা যায়। তারা খুব আগ্রহের সাথে এ ধরনের কাপড় কিনে পরিধান করে এবং এতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়াও বাজারে বিভিন্ন পণ্যের গায়ে প্রাণীর ছবি থাকে যেমন মগ, গ্লাস, প্লেট ইত্যাদি। বন্ধুদের অনেকেই এসকল পণ্য ব্যবহার করে এবং বিভিন্ন অনুষ্ঠানে গিফট করে। হুজুরের কাছে জানার বিষয় হল, প্রাণীর ছবিবিশিষ্ট কাপড় পরিধান করা এবং এধরনের বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় ও ব্যবহারের শরয়ী বিধান কী? মাসআলাটির সমাধান জানালে খুবই উপকৃত হব।
উত্তর
প্রাণীর স্পষ্ট ছবিবিশিষ্ট কাপড় পরিধান করা শরীয়তসম্মত নয়। উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রা. বলেনÑ
دَخَلَ عَلَيّ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ وَأَنَا مُتَسَتّرَةٌ بِقِرَامٍ فِيهِ صُورَةٌ، فَتَلَوّنَ وَجْهُهُ، ثُمّ تَنَاوَلَ السِّتْرَ فَهَتَكَهُ، ثُمّ قَالَ: إِنّ مِنْ أَشَدّ النّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ، الّذِينَ يُشَبّهُونَ بِخَلْقِ اللهِ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন। তখন আমি একটি পাতলা চাদর দিয়ে নিজেকে আবৃত করে রেখেছিলাম, যাতে ছবি আঁকা ছিল। (এটা দেখে) তিনি রাগান্বিত হলেন। অতপর তিনি চাদরটি নিয়ে ছিঁড়ে ফেললেন এবং বললেন, কিয়ামতের দিন কঠিন আযাব ভোগকারীদের মধ্যে তারাও থাকবে, যারা আল্লাহর সৃষ্ট প্রাণীর মত আকৃতি অঙ্কন বা নির্মাণ করে। (সহীহ মুসলিম, হাদীস ২১০৭)
এছাড়া ঘরে কোনো প্রাণীর দৃশ্যমান ছবি রাখাও শরীয়তে নিষিদ্ধ। সুতরাং প্রাণীর স্পষ্ট ছবিবিশিষ্ট কাপড়, মগ, গ্লাস ইত্যাদি ব্যবহার এবং ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকা জরুরি।
Ñআলজামেউস সাগীর পৃ. ৬৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৮; ফাতাওয়া তাতারখানিয়া ২/২০৩; আলবাহরুর রায়েক ২/২৭; রদ্দুল মুহতার ১/৬৪৭