আবদুল বারী - রাজবাড়ী
৪৯২৫. প্রশ্ন
তাওয়াফের শেষে যে দু’রাকাত নামায পড়তে হয়; এর কী হুকুম? কখনো যদি ভুলক্রমে এ নামায ছুটে যায় তাহলে কি এতে দম আবশ্যক হবে, নাকি শুধু কাযা করলেই চলবে?
উত্তর
তাওয়াফ শেষে দু’রাকাত নামায পড়া ওয়াজিব। কোনো কারণে নির্ধারিত সময়ে তা পড়া না হলে পরে পড়ে নেবে। বিলম্বের জন্য কোনো দম আবশ্যক হবে না। আর বিলম্বে হলেও এই দুই রাকাত নামায মসজিদুল হারামের এলাকায় পড়া উত্তম। বিনা ওজরে হারামের বাইরে আদায় করা উচিত নয়। তবে বাইরে পড়লেও আদায় হয়ে যাবে।
Ñআলমাবসূত, সারাখসী ৪/১২; আলইখতিয়ার ১/৪৬০; ফাতাওয়া খানিয়া ১/২৯২; আলবাহরুর রায়েক ২/৩৩১