রবিউল আউয়াল ১৪৪১ || নভেম্বর ২০১৯

আবদুল্লাহ - বরিশাল

৪৯১৭. প্রশ্ন

আমি এক নামাযে মাসবুক হই। ভুলবশত ইমামের সাথে আমিও সালাম ফিরাই। এরপর পাশের লোকদের দাঁড়াতে দেখে আমার মাসবুক হওয়ার কথা স্মরণ হয়। তখন আমি দাঁড়িয়ে বাকি রাকাত পড়ে সাহু সিজদা করি। আমার এ নামায কি সহীহ হয়েছে?

এক ইমাম সাহেব বলেছেন সাহু সিজদা না দিলেও নামায হয়ে যেত, তাঁর কথা কি ঠিক?

উত্তর

মাসবুক ভুলবশত ইমামের একেবারে সাথে সাথে সালাম ফেরালে সাহু সিজদা ওয়াজিব হয় না। কিন্তু যদি ইমামের সালামের পর সে সালাম ফিরায় তাহলে সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়। আর সাধারণত যেহেতু মুক্তাদীর সালাম ইমামের পরই হয়ে থাকে, তাই আপনি সাহু সিজদা করে ঠিকই করেছেন এবং আপনার নামায সহীহভাবে আদায় হয়েছে।

Ñবাদায়েউস সানায়ে ১/৪২২; আলমুহীতুল বুরহানী ২/৩৩৫; আততাজনীস ওয়াল মাযীদ ২/১৩৯; হালবাতুল মুজাল্লী ২/৪৬২; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৮; আদ্দুররুল মুখতার ১/৫৯৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন