খালেদ - পাহাড়তলি, চট্টগ্রাম
৪৯০৮. প্রশ্ন
আমাদের মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গার পরিমাণ ছিল চার কাঠা। পুরাতন মসজিদ সেই জায়গার উপরেই ছিল। জুমার দিন দেখা যেত মুসল্লিরা মসজিদের ভিতরে জায়গা না হওয়াতে বাইরে কাতার করত। তাই নতুন করে নির্মাণের সময় মেহরাব ও সামনের কাতারের কিছু অংশ ওয়াকফকৃত জায়গা থেকে সামনের দিকে বাড়িয়ে নেয়। যাতে পূর্ণ এক কাতার বেড়ে যায়। বর্ধিত অংশের জায়গা ছিল মানুষ চলাচলের রাস্তার কিছু অংশ। রাস্তা বড় হওয়াতে মানুষ চলাচলে সমস্যা হয় না। কারণ ঐ গলি দিয়ে গাড়ি চলে না। শুধু মানুষ যাতায়াত করে। এখন মুহতারামের নিকট জানতে চাচ্ছি, ওয়াকফকৃত জায়গা অতিক্রম করে মানুষের চলাচলের জায়গায় মসজিদ বাড়ানো ঠিক হয়েছে কি না? বর্ধিত অংশ মসজিদের হুকুমে কি না? ঐ অংশে দাঁড়িয়ে ইমামতি করলে তা সহীহ হবে কি না?
উল্লেখ্য, রাস্তার জায়গার পরিমাণ ছিল আট ফুট। মেহরাবের মধ্যে চলে আসছে সোয়া তিন ফুট।
উত্তর
প্রশ্নোক্ত বর্ণনা মতে যেহেতু মসজিদে মুসল্লিদের সংকুলান হচ্ছিল না, অপরদিকে মানুষ চলাচলের রাস্তার সীমানায় মসজিদের কিছু অংশ বাড়িয়ে নেয়ার দ্বারা চলাচলেও কোনো সমস্যা হচ্ছে না, তাই সাময়িকভাবে এমনটি করা দূষণীয় হয়নি। কিন্তু যথাযথ কর্তৃপক্ষ থেকে ঐ জায়গাটি মসজিদের জন্য বরাদ্দ হওয়ার আগ পর্যন্ত বর্ধিত অংশটুকু মসজিদের হুকুমে গণ্য হবে না। ইতিকাফকারীগণ সেখানে যেতে পারবে না। অবশ্য ঐ অংশে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে। একারণে নামাযের ক্ষতি হবে না।
-খুলাসাতুল ফাতাওয়া ৪/৪২১; ফাতাওয়া খানিয়া ৩/২৯২; জামেউল ফুসূলাইন ১/১৮৮; ফাতাওয়া বায্যাযিয়া ৬/২৬৮