মুহাম্মাদ বাদল - নোয়াখালী
৪৮৮০. প্রশ্ন
আমি এক ব্যবসায় অর্থ বিনিয়োগের পর লস হওয়ার আশংকা দেখলে মান্নত করি যে, ‘যদি লাভ হয় তাহলে লাভের ১০% গরীবদের সদকা করব’। আল্লাহর রহমতে উক্ত ব্যবসায় ভালো লাভ হয়। এখন আমাদের মসজিদে নির্মাণ কাজ চলছে। আমি কি উক্ত টাকা এখানে দান করতে পারব?
উত্তর
না, মসজিদের নির্মাণকাজে মান্নতের টাকা দেওয়া যাবে না। মান্নতের টাকা গরীব-মিসকীনের হক। তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে। আর মসজিদের নির্মাণকাজে শরীক হতে চাইলে তা সাধারণ দান থেকে করবে।
-আলবাহরুর রায়েক ২/২৪৩; আননাহরুল ফায়েক ১/৫৬৩; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪২৩; রদ্দুল মুহতার ২/৩৩৯