মুহাররম ১৪৪১ || সেপ্টেম্বর ২০১৯

আনোয়ার হোসেন - গাজীপুর

৪৮৭৩. প্রশ্ন

আমি গত বছর স্বপরিবারে হজে¦ যাই। আমাদের সাথে আমার দশ বছর বয়সী ছোট ছেলেটিও ছিল। সে হজে¦র কাজগুলো করতে সক্ষম ছিল। সে আমাদের সাথে হজে¦র প্রথম দুই দিনের কাজগুলো যথাযথভাবে করার পর আরাফায় অসুস্থ হয়ে যায়। এরপরও আমরা তাকে নিয়ে দশই যিলহজে¦র  কাজগুলো করেছি। এদিন তার অসুস্থতা এত বেড়ে যায় যে, তার পক্ষে বা তাকে নিয়ে তাওয়াফ করা কোনোভাবেই সম্ভব ছিল না। আমরা দেশের প্রথম ফিরতি ফ্লাইটে চলে আসি। আসার আগেও সে তাওয়াফ করতে পারেনি। জানার বিষয় হল, তাওয়াফ না করে চলে আসার কারণে তার উপর কিংবা আমাদের উপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে কি না? সমাধান জানিয়ে বাধিত করবেন।

 

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নাবালেগ ছেলের তাওয়াফ ছুটে যাওয়ার কারণে আপনাদের কারো উপরই কোনো জরিমানা ওয়াজিব হয়নি। কেননা নাবালেগের উপর হজ¦ ফরয নয় এবং ইহরাম বাঁধার পরও নাবালেগের উপর হজে¦র সকল কাজ আদায় করা আবশ্যক হয়ে যায় না। তাই হজে¦র কোনো ওয়াজিব বা রুকন ছুটে গেলেও তার উপর কিংবা তার অভিভাবকের উপর কোনো জরিমানা আসে না। 

শরহু মুখতাসারিত তাহাবী ২/৪৯৭; আলমাবসূত, সারাখসী ৪/৬৯; বাদায়েউস সানায়ে ২/২৯৫; তাবয়ীনুল হাকায়েক ২/২৪৪; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৬৫৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন