যিলহজ্ব ১৪৪০ || আগস্ট ২০১৯

মুহাম্মাদ আশিক - কুষ্টিয়া

৪৮৪৪. প্রশ্ন

মুহতারাম, দুই বছর আগে রমযানে ‘ইসলামিক নলেজ’ নামের একটি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি ১ম স্থান অধিকার করি। পুরস্কার স্বরূপ সে বছর আমাকে হজে¦ নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমি একজন সাধারণ ব্যবসায়ী। এখন আমার হজ্ব করার সামর্থ্য আছে। মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল, এই অবস্থায় কি আমার জন্য পুনরায় হজ্ব করা আবশ্যক?

উত্তর

আপনি যদি হজে¦র ইহরামের সময় নফল হজে¦র নিয়ত না করে থাকেন; বরং সাধারণ নিয়তেই হজ্ব করে থাকেন তবে তা দ্বারাই আপনার ফরয হজ্ব আদায় হয়ে গেছে। এক্ষেত্রে সামর্থ্যবান হওয়ার পর আপনার জন্য পুনরায় হজ্ব করা আবশ্যক হবে না। তবে আপনি চাইলে নফল হজ্ব আদায় করতে পারেন।

-ফাতাওয়া সিরাজিয়া পৃ. ৩২; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৭৭; আলবাহরুল আমীক ১/৩৭৬; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৬৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন