যিলহজ্ব ১৪৪০ || আগস্ট ২০১৯

মুহাম্মাদ আবদুল্লাহ বিন হিশাম - খুলনা, বাগেরহাট

৪৮৪৩. প্রশ্ন

আল্লাহ তাআলার তাওফীকে আমি গত বছর হজ্বে গিয়েছিলাম। এর আগে একবার উমরা করেছি। সামনে রমযানেও উমরা করার ইচ্ছা আছে। এখন মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি যে, অনেক সময় তাওয়াফ ও সাঈর চক্কর নিয়ে সন্দেহ হয় যে, কয়টি চক্কর হল। তো তাওয়াফ ও সাঈর চক্করের ব্যাপারে সন্দেহ হলে কী করণীয়? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

উত্তর

তাওয়াফ ও সাঈ আদায়কারীর কয় চক্কর হয়েছে এ নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে কম সংখ্যাটি ধরে নিয়ে সাত বার পূর্ণ করবে।

উল্লেখ্য যে, গণনার সুবিধার্থে ৭ দানার তাসবীহ হাতে রাখতে পারবেন।

-মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, বর্ণনা ১৩৫২৪; আলবাহরুল আমীক ২/১২৩০; রদ্দুল মুহতার ২/৪৯৬; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ১৬৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন