যিলহজ্ব ১৪৪০ || আগস্ট ২০১৯

মুহাম্মাদ আশিক - মিরপুর

৪৮৪১. প্রশ্ন

আমি একজনকে মাসে ১৫ হাজার টাকায় বাসা ভাড়া দিই। সে ৫০ হাজার টাকা এ্যাডভান্স দেয়। এরপর গত দুই বছর ধরে তার থেকে বাসা ভাড়া আদায় করা সম্ভব হয়নি। পরবর্তীতে আমার ছেলে অনেক কষ্টে তার থেকে দুই বছরের বাসা ভাড়া বাবদ তিন লক্ষ দশ হাজার টাকা উসূল করতে সক্ষম হয়।

মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল, এই টাকাগুলোর যাকাতের বিধান কী? আমাকে কি এই টাকাগুলোর বিগত দুই বছরের যাকাত দিতে হবে?

উল্লেখ্য যে, উক্ত টাকা ছাড়া আমার কাছে নেসাব পরিমাণ সম্পদ নেই।

উত্তর

বাসা ভাড়া বাবদ আপনি যে তিন লক্ষ দশ হাজার টাকা পেয়েছেন সেগুলোর বিগত বছরের যাকাত দিতে হবে না। বরং এই টাকাগুলো পাওয়ার পর যাকাতবর্ষ পূর্ণ হলে তখন যা থাকবে তার যাকাত আদায় করতে হবে।

-শরহু মুখতাসারিত তাহাবী ২/৩৪১; বাদায়েউস সানায়ে ২/৯০; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২৪৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন