আহসানুল্লাহ - নড়িয়া, শরীয়তপুর
৪৮৩৯. প্রশ্ন
গত রমযানে আমাদের গ্রামের একটি পাঞ্জেগানা মসজিদে আমরা আটজন ইতিকাফে বসি। পাশের জামে মসজিদে আমার দুই মামাও ইতিকাফে বসেন। আটাশ রমযানে সেই মসজিদে জুমার নামায পড়তে গেলে বড় মামা আমাকে জোর করে রেখে দেন। ফলে বাকি দুদিন সেখানে থেকে ইতিকাফ পূর্ণ করি। এক হুজুরকে মাসআলা জিজ্ঞেস করলে ইতিকাফ হয়ে যাবে বলে মত দেন। কিন্তু এ বিষয়ে খটকা রয়ে যায়। তাই মুফতী সাহেবের কাছে আবেদন হল, এ বিষয়ে শরীয়তের সঠিক মাসআলাটি জানিয়ে কৃতজ্ঞ করবেন।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ইতিকাফ সহীহ হয়ে গেছে। কেননা পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ শুরু করার পর জুমা আদায়ের প্রয়োজনে জামে মসজিদে গেলে এবং সেখানে থেকে গিয়ে বাকি দিনগুলোর ইতিকাফ পূর্ণ করলে ঐ ইতিকাফ আদায় হয়ে যায়। তবে ফকীহগণ শরয়ী প্রয়োজন (যেমন মসজিদ ভেঙে পড়া ইত্যাদি) ছাড়া এমন করা অনুত্তম বলেছেন।
-আলমাবসূত, সারাখসী ৩/১১৭; বাদায়েউস সানায়ে ২/২৮৩; ফাতহুল কাদীর ২/৩১০; আলইনায়া ২/৩১০; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪৫