যিলহজ্ব ১৪৪০ || আগস্ট ২০১৯

মুহাম্মাদ আসাদ - বরিশাল

৪৮৩৮. প্রশ্ন

গত রমযানে সেহরির পর তাড়াহুড়া করে পান খাওয়ার জন্য কামড় দিয়ে সুপারি ভাঙতে গিয়ে দাঁতে রক্তক্ষরণ শুরু হয়। অনেকক্ষণ কুলি করার পর রক্ত পড়া বন্ধ হয়। পরবর্তীতে বেসিনে থুথু ফেললে তাতে হালকা রক্তের ভাব দেখতে পাই।

মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা, এতে কি আমার রোযা ভেঙ্গে গিয়েছে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু থুথুর সঙ্গে রক্তের পরিমাণ কম ছিল তাই তা গিলে ফেলার কারণে আপনার রোযা নষ্ট হয়নি।

প্রকাশ থাকে যে, এক্ষেত্রে রক্তের পরিমাণ যদি বেশি থাকত অর্থাৎ থুথু যদি গাঢ় লাল হত তাহলে গলায় এ রক্ত চলে গেলে রোযা ভেঙ্গে যেত। সেক্ষেত্রে শুধু কাযা করা লাগত। কাফফারা নয়।

-খিযানাতুল আকমাল ১/৩২৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৪; ফাতহুল কদীর ২/২৫৮; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/২১৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন