শাওয়াল ১৪৪০ || জুন ২০১৯

মুহাম্মাদ ইবরাহীম - মিরপুর-২, ঢাকা

৪৭৮৮. প্রশ্ন

আমার এক মামাতো বোন দেড় লক্ষ টাকার সম্পদের (ব্যবসার জন্য কেনা সুপারির) মালিক। যার উপর এক বছর অতিবাহিত হয়ে গেছে। উক্ত টাকা আমার গত বছরের যাকাতের টাকা হতে দেওয়া হয়েছিল। তিনি টাকাটা এজন্যই জমা রেখেছিলেন যে, আরো কিছু টাকা হলে তিনি তার বাড়ি নির্মাণ কাজে হাত দেবেন। আমি তাকে  এই বছরের যাকাতের টাকা হতে আরো কিছু টাকা দিব বলে আশ্বস্ত করেছিলাম। এখন তার একটি বাড়ি নির্মাণের প্রয়োজন। যার জন্য আমি তাকে আমার এই বছরের যাকাতের টাকা হতে দুই লক্ষ টাকা দিতে চাই। হুযূরের কাছে জানার বিষয় হল, তার বাড়ি নির্মাণের জন্য আমার এই বছরের যাকাতের টাকা হতে কি দেওয়া যাবে? দ্রুত জানানোর অনুরোধ রইল। 

 

উত্তর

আপনার মামাতো  বোনের হাতে এখন যে সম্পদ আছে এতে তার উপরই যাকাত ফরয। তাই এখন আর তাকে যাকাত দেওয়া যাবে না। যাকাত দিলে তা আদায় হবে না। তবে মহিলাটি যদি দেড় লক্ষ টাকার ঐ সম্পদ দ্বারা বাড়ির নির্মাণসামগ্রী ক্রয় করে ফেলে এবং তার মালিকানায় প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ অন্য কোনো টাকা/সম্পদ না থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে যাকাত দেওয়া যাবে।

-বাদায়েউস সানায়ে ২/১০৯; আলমুহীতুল বুরহানী ৩/২১৫; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৬৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৯; রদ্দুল মুহতার ২/২৬২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন