শাওয়াল ১৪৪০ || জুন ২০১৯

মুহাম্মাদ ইয়াছিন - নারায়ণগঞ্জ

৪৭৮৭. প্রশ্ন

এক ব্যক্তি যাকাতের ফান্ড থেকে কিতাব কেনার জন্য কিছু টাকা দিয়েছে। এই টাকা দিয়ে ল্যাপটপ কিনে কিতাব মুতালাআ করা যাবে কি? এবং এই টাকা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কি?

উত্তর

আপনি যাকাত গ্রহণের যোগ্য হলে আপনাকে যাকাতের টাকা দেওয়ার পর আপনি এর মালিক হয়ে গেছেন। এ টাকা আপনার জন্য যে কোনো প্রয়োজনে ব্যবহার করা বৈধ। সেক্ষেত্রে ল্যাপটপও খরিদ করতে পারবেন। তবে দাতা যদি আপনাকে কিতাব কেনার জন্যই দিয়ে থাকেন সেক্ষেত্রে ঐ টাকা দিয়ে ল্যাপটপ কেনা হয়েছে জানলে তিনি ভুল বুঝতে পারেন, তাই ল্যাপটপ থেকে কিতাব পড়ার বিষয়টি তাকে বুঝিয়ে বলা ভালো হবে। কেননা অন্যের ভুল ধারণা হতে পারে- এমন কাজ থেকে বেঁচে থাকাও মুমিনের বৈশিষ্ট্য।

-আননাহরুল ফাইক ১/৪৬২; রদ্দুল মুহতার ২/৩৪৫, ৪/৫০২; তাবয়ীনুল হাকায়েক ২/১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন