শাওয়াল ১৪৪০ || জুন ২০১৯

খালেদ - বরিশাল

৪৭৮৪. প্রশ্ন

আমি একটি হোটেলে রান্না করি। রমযান মাসে রান্নার সময় লবণ চেখে দেখার প্রয়োজন হয়। অনুমান করে দিলে মাঝে মাঝে লবণ কম-বেশি হয়ে যায়। তখন ম্যানেজার ধমক দেন। তো রমযান মাসে যদি লবণ দেখার জন্য সামান্য ঝোল মুখে নিয়ে সাথে সাথে কুলি করে ফেলি এতে রোযার কোনো ক্ষতি হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে তরকারির লবণ দেখার জন্য জিহ্বায় সামান্য দিয়ে আবার থু থু করে ফেলে দিবেন। আপনার জন্য এভাবে লবণ দেখা জায়েয হবে। এভাবে করলে রোযা নষ্ট হবে না। প্রয়োজনে এর পর পানি দিয়ে কুলি করে ফেলে দিবেন।

-মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, বর্ণনা ৯৩৮৫; ফাতাওয়া খানিয়া ১/২০৪; আলমুহীতুল বুরহানী ৩/৩৫৬; আততাজনীস ওয়ালমাযীদ ২/৪৮; আলবাহরুর রায়েক ২/২৭৯; তাবয়ীনুল হাকায়েক ২/১৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন