আহসান হাবীব - মাদারীপুর
৪৭৪২. প্রশ্ন
জনৈক শিক্ষক তার সাত বছরের এক ছেলেকে স্কুলে নিয়ে গিয়ে এক প্রাপ্তবয়স্ক ছাত্রীকে বলেছে, তোমাকে আমার ছেলের স্ত্রী হিসেবে নিলাম। মেয়েটিও কোন কিছু না বুঝে বলে ফেলেছে আলহামদু লিল্লাহ আমি কবুল করলাম। সেখানে তার বয়সী একাধিক মেয়ে উপস্থিত ছিল। তবে কোনো পুরুষ সেখানে ছিল না। এরপর ঘটনা আর আগে বাড়েনি। সম্প্রতি ঐ মেয়ের অন্যত্র বিয়ের কথা চূড়ান্ত হয়েছে। এখন প্রশ্ন হল, উপরোক্ত ঘটনায় কি তাদের মাঝে বিবাহ সম্পন্ন হয়ে গেছে? এবং সেক্ষেত্রে ঐ মেয়ের অন্যত্র বিবাহ কি বৈধ হবে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু কোনো সাক্ষী ছিল না তাই ঐ কথার কারণে ছেলেটির সাথে উক্ত মেয়ের বিবাহ হয়নি। এখন মেয়েটিকে অন্যত্র বিয়ে দিতে কোনো অসুবিধা নেই। কারণ বিবাহ সহীহ হওয়ার জন্য বিয়ের সময় সাক্ষী হিসেবে কমপক্ষে দুজন পুরুষ বা একজন পুরুষ দুজন নারীর উপস্থিতি আবশ্যক। আর এক্ষেত্রে কোনো পুরুষ ছিল না।
উল্লেখ্য যে, উক্ত শিক্ষকের জন্য নিজ ছাত্রীর সাথে এমন আচরণ করা নিতান্তই অন্যায় হয়েছে।
-রদ্দুল মুহতার ৩/৯৫; আলবাহরুর রায়েক ৩/৮৭; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ২/১২; ফাতাওয়া খানিয়া ১/৩৩১