আবুল হাসান - ফরিদপুর
৪৭৪১. প্রশ্ন
আমার একটি পোল্ট্রি ফার্ম আছে। প্রতি মাসে প্রায় লাখ টাকার খাদ্যের প্রয়োজন হয়। আমি একসাথে পুরো মাসের খাদ্য ক্রয় করে রাখি। কিছুদিন আগে আমার যাকাতবর্ষ পূর্ণ হয় এবং যাকাত আদায় করি। কিন্তু ক্রয়কৃত খাদ্যের যাকাত আদায় করিনি। এক ভাই বললেন, আপনি যেহেতু ব্যবসার পণ্য উৎপাদনের জন্য এ খাবারগুলো ক্রয় করেছেন তাই আপনাকে এ খাদ্যের যাকাত আদায় করতে হবে। জানার বিষয় হল, তার কথা কি ঠিক? আমার কি এ খাদ্যের যাকাত আদায় করতে হবে? জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর
ঐ লোকের কথা ঠিক নয়। আপনাকে উক্ত খাদ্যের যাকাত আদায় করতে হবে না। কেননা ব্যবসার উদ্দেশ্যে রাখা মুরগী, মাছ ইত্যাদির খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যবসার পণ্য নয়; বরং তা ব্যবহারযোগ্য প্রয়োজনীয় মালের অন্তর্ভুক্ত। তাই এর যাকাত দিতে হবে না।
-বাদায়েউস সানায়ে ২/৯৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮০; আলবাহরুর রায়েক ২/২১০