রাকীবুল ইসলাম - বাংলাবাজার, ঢাকা
৪৭৩৯. প্রশ্ন
আমার বাবা ব্যাংকে একটি হজ¦ ডিপোজিট করেছেন। তাতে প্রতি মাসে দশ হাজার টাকা করে জমা রাখেন। তিন বছরে ৩ লক্ষ ৬০ হাজার টকা জমা হয়েছে। আমার বোনের অপারেশনের কারণে এবছর হজে¦ যেতে পারেননি। এখন মুফতী সাহেবের নিকট জানতে চাই, আমার বাবার হজে¦র উদ্দেশ্যে জমাকৃত টাকার যাকাত দিতে হবে কি না?
উত্তর
জমাকৃত টাকা নেসাব পরিমাণ হওয়ার পর বছর অতিবাহিত হলে তার যাকাত আদায় করতে হবে। যদিও তা হজে¦র বা অন্য কোনো উদ্দেশ্যে জমা করা হোক। যতক্ষণ না টাকাগুলো ঐ কাজে খরচ করা হবে তা যাকাতযোগ্য সম্পদ হিসেবে বিবেচিত থাকবে। সুতরাং আপনার বাসায় জমাকৃত টাকা নেসাব পরিমাণ হওয়ার পর বছর অতিক্রান্ত হলেই তার যাকাত দিতে হবে।
-আলজামেউল কাবীর পৃ. ২৪; রদ্দুল মুহতার ২/২৬১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৩