শাবান-রমযান ১৪৪০ || এপ্রিল-মে ২০১৯

শাকের হুসাইন - সদর, সিলেট

৪৭২১. প্রশ্ন

আমাদের এলাকার বৃদ্ধরা বলে থাকেন, কেউ যদি দুআয়ে কুনূত না পারে তাহলে সে ঐ সময় তিনবার সূরা ইখলাস পড়ে নিবে। মুফতী সাহেবের নিকট আমার প্রশ্ন হল, তাদের উক্ত কথা সহীহ কি না?

উত্তর

দুআ কুনূত জানা না থাকলে

 رَبّنَا آتِنَا فِي الدّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّار

পড়বে। অথবা

اللّهُمَّ  اغْفِرْ لِيْ

তিন বার পড়বে।

কিন্তু এক্ষেত্রে সূরায়ে ইখলাস পড়ার কথাটি সহীহ নয়। কারণ এটি দুআর স্থান। সূরা কিরাত পড়ার স্থান নয়।

উল্লেখ্য যে, যার দুআয়ে কুনূত জানা নেই তার উচিত দ্রুত দুআয়ে কুনূত শিখে নেওয়া।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৬৯৬৬; আততাজনীস ওয়াল মাযীদ ২/৮৮; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৪৪; হালবাতুল মুজাল্লী ২/৩৮৪; ফাতাওয়া রহীমিয়া ৫/২৩৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন