শাবান-রমযান ১৪৪০ || এপ্রিল-মে ২০১৯

মুহাম্মাদ আবদুল্লাহ মারূফ - মনিরামপুর, যশোর

৪৭৫৫. প্রশ্ন

সাধারণত আমি সুবহে সাদিকের পর কুরআন শরীফ পড়ি। তাই অনেক সময় সিজদার আয়াতও পড়া হয়। আমি জানি, এসময় নফল নামায পড়া মাকরূহ। হুযূরের কাছে আমার জানার বিষয় হল, এসময় সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করা যাবে কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

উক্ত সময় নফল নামায পড়া মাকরূহ হলেও সিজদায়ে তিলাওয়াত আদায় করতে কোনো অসুবিধা নেই।

-শরহু মুখতাসারিত তহাবী ১/৫৪৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৫; হালবাতুল মুজাল্লী ১/৬৫৫; আদ্দুররুল মুখতার ১/৩৭৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন