হাফেয সানাউল্লাহ - বাংলাবাজার, ভোলা
৪৫১৫. প্রশ্ন
আমাদের মাদরাসায় প্রতি বছর তাহফীযুল কুরআন প্রতিযোগিতা হয়। এ বছর আমরা সকল প্রতিযোগীদের থেকে টাকা নিয়ে তাদের মধ্য থেকে অগ্রগামীদেরকে কিতাব পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একজন মাওলানা সাহেব বলেছেন, এভাবে পুরস্কার দেওয়া জায়েয নয়। জানতে চাই, মাওলানা সাহেব কি ঠিক বলেছেন?
উত্তর
হাঁ, মাওলানা সাহেব ঠিক বলেছেন। প্রতিযোগিদের থেকে টাকা নিয়ে বিজয়ীদেরকে সে টাকায় পুরস্কার দেওয়া নাজায়েয। কেননা এটা শরীয়ত নিষিদ্ধ ‘ক্বিমার’-এর অন্তর্ভুক্ত হয়ে যায়। আর কুরআন-হাদীসে ‘ক্বিমার’কে হারাম বলা হয়েছে এবং তা থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
-আহকামুল কুরআন, জাস্সাস ২/৪৬৫; ফাতাওয়া খানিয়া ৩/৪২৮; আলমুহীতুল বুরহানী ৮/১৪; আদ্দুররুল মুখতার ৬/৪০৩