যিলকদ ১৪৩৯ || আগস্ট ২০১৮

মাও: মাহফুজ আহমদ - দারুল আরকাম মাদরাসা সিলেট

৪৫০১. প্রশ্ন

কেউ যদি সফরে বের হয়ে সফরের দূরত্ব অতিক্রম করার আগেই ফেলে যাওয়া কোনো কিছু নিতে আবার বাড়িতে ফিরে আসে তাহলে বাড়িতে আসার পথে সে কসর করবে, না পূর্ণ নামায আদায় করবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে লোকটি বাড়িতে ফেরার নিয়ত করার সাথে সাথেই মুকীম গণ্য হবে এবং তখন থেকেই পুনরায় সফর শুরু করে নিজ এলাকা অতিক্রম করার আগ পর্যন্ত পূর্ণ নামায আদায় করবে; কসর করবে না।

-বাদায়েউস সানায়ে ১/২৮২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৮; তাবয়ীনুল হাকায়েক ১/৫১২; আলবাহরুর রায়েক ২/১৩১; মাজমাউল আনহুর ১/২৪০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন