শাওয়াল ১৪৩৯ || জুলাই ২০১৮

হাবীবুল হক্ব - সিলেট

৪৪৭৮. প্রশ্ন

কানাডা প্রবাসী আমার বোনের একটি মেয়ে সন্তান আছে। যে এখনও নাবালেগ। কিন্তু জন্মের পর থেকে এখন পর্যন্ত উপহারস্বরূপ প্রাপ্ত তার অনেক স্বর্নালংকার আছে। তাই জানার বিষয় হল, এসব স্বর্ণালংকারের কি যাকাত আদায় করতে হবে?

 

উত্তর

যাকাত ফরয হয় প্রাপ্ত বয়স্কদের উপর। নাবালেগের উপর যাকাত ফরয নয়। তাই আপনার বোনের ঐ মেয়ে বালেগা হওয়া পর্যন্ত তার স্বর্ণালংকারের উপর যাকাত আসবে না।

-কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ ১/৩০০; খিযানাতুল আকমাল ১/২৪৮; ফাতওয়া হিন্দিয়া ১/১৭২; আলবাহরুর রায়েক ২/২০২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন