হাসান - ফেনী
৪৪৬২. প্রশ্ন
এক ব্যক্তি চার রাকাত নফল নামায আদায় করেছে। কিন্তু তৃতীয় রাকাতে সে শুধু তাশাহ্হুদ পড়েছে; কোনো কেরাত পড়েনি। এমনকি সূরা ফাতেহাও না। এখন জানার বিষয় হল, তার এ নামাযের হুকুম কী?
উত্তর
নফল-সুন্নত নামাযের সকল রাকাতে কেরাত পড়া ফরয। প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি যেহেতু তৃতীয় রাকাতে কেরাত পড়েনি তাই লোকটির শেষ দুই রাকাত নামায ফাসেদ হয়ে গেছে। অতএব সে ঐ দুই রাকাত নামায পুনরায় আদায় করে নিবে।
-আলমুহীতুল বুরহানী ২/২২৭; বাদায়েউস সানায়ে ২/২০; আলবাহরুর রায়েক ২/১০৫; রদ্দুল মুহতার ২/৩২