শাবান-রমযান ১৪৩৯ || মে-জুন ২০১৮

ইবরাহীম - ফরাশগঞ্জ, ঢাকা

৪৪৫৪. প্রশ্ন

আমি কাশমীরী শাল ভালো কিনতে পারি। তাই অনেক পরিচিতরা আমাকে কাশমীরী শাল কেনার জন্য টাকা দেয়। সাধারণ খুচরা বাজারে যে চাদরটার মূল্য হয় ৫০০০/-টাকা। কিন্তু ইন্ডিয়া থেকে সরাসরি এগুলো আমদানী করে এমন কয়েকজনের সাথে আমার পরিচয় আছে। তারা সে চাদরটাই বিক্রি করে ৪২০০/- টাকায়। আবার কখনো দেখা যায়, তাদের থেকে আমি নিয়মিত পণ্য নেই একারণেও আমার কাছ থেকে তারা মূল্য কম নেয়।

জানতে চাই, আমার জন্য এই অতিরিক্ত টাকা রেখে দেওয়া বৈধ হবে কী? এতে শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি আছে কি না? জানালে উপকৃত হব।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যারা চাদর ক্রয় করতে দিয়েছে তাদের পক্ষ থেকে আপনি ক্রয় প্রতিনিধি মাত্র। সুতরাং যে কারণেই মূল্য ছাড় পাওয়া যাক তা মূলত ক্রেতারই প্রাপ্য। তাদের সম্মতি ব্যতীত এই ছাড়ের টাকা আপনার নেওয়া বৈধ হবে না। তাই শাল ক্রয়ের পর যে পরিমাণ টাকা বেঁচে যাবে তা মূল মালিককে ফেরত দিয়ে দিতে হবে।

-মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, মাদ্দা : ১৪৭৯; বাদায়েউস সনায়ে ৫/৩০; ফাতাওয়া হিন্দিয়া ৩/৫৮৮; আলবাহরুর রায়েক ৭/১৫৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন