ইউসূফ মাহমূদ - নিকেতন, গুলশান
৪৪৫১. প্রশ্ন
একটি বিষয়ে শরীয়তের আলোকে সমাধান জানানোর অনুরোধ করছি।
আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল আমাদের এক মামাতো বোনের সাথে। কিন্তু তার মা অর্থাৎ আমাদের মামী বললেন, তিনি আমার বড় বোনকে ছোটবেলায় দুধ পান করিয়েছিলে। বিষয়টি জানাজানি হওয়ার পর মুরব্বীরা বলছেন, এ বিয়ে জায়েয হবে না।
মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, ঐ মামাতো বোনের সাথে আমার ছোট ভাইয়ের বিয়ে জায়েয হবে কি না? আর এ ব্যাপারে এতদিন পর্যন্ত কেউ জানতো না। এমনকি আমার আম্মাও জানতো না। এদিকে পরিবারের অনেকে মামীর এ দাবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠিয়েছে।
এ সব বিষয়কে সামনে রেখে বিষয়টির সমাধান জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন।
উত্তর
আপনার মামী আপনার বড় বোনকে দুধপান করালেও ঐ মামির মেয়ের সাথে আপনার ছোট ভাইয়ের বিয়ে জায়েয। কেননা তার মা আপনার ছোট ভাইকে দুধ পান করায়নি। তাই আপনার বড় বোনকে দুধ পান করানোর দ্বারা ছোট ভাইয়ের সাথে বা আপনাদের অন্যান্য ভাই-বোনদের সাথে দুধসম্পর্ক সৃষ্টি হয়নি।
-আলমাবসূত, সারাখসী ৩০/৩০১; বাদায়েউস সানায়ে ৩/৪০০; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬৪; রদ্দুল মুহতার ৩/২১৭