শাবান-রমযান ১৪৩৯ || মে-জুন ২০১৮

খালেদ খাঁন - সিলেট

৪৪৫০. প্রশ্ন

আমার এক প্রবাসী আত্মীয় প্রায় প্রতি বছর তার গ্রামের বাড়ীতে শীতের আগে গরীব লোকদের মাঝে বস্ত্র এবং কুরবানীর আগে চাল, ডাল, তেল, মসলা ইত্যাদির প্যাকেট তৈরি করে তা তাদের মাঝে বিতরণ করেন। এবং তিনি তা যাকাতের টাকা থেকে করে থাকেন। তো এভাবে টাকা না দিয়ে বস্ত্র বা খাবার কিনে দিলে কি এর দ্বারা যাকাত আদায় হবে? জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

হাঁ, এভাবে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও বস্ত্র ইত্যাদি দ্বারাও যাকাত দেওয়া যায়, তাই ঐ ব্যক্তির যাকাত আদায় হয়ে যাবে। তবে কোনো দ্রব্য ইত্যাদি দ্বারা যাকাত দেয়ার চেয়ে সরাসরি নগদ টাকা দেয়া উত্তম। এতে গরীবের উপকার বেশি হয়। গরীব নিজের প্রয়োজন মত তা খরচ করতে পারে।

-বাদায়েউস সানায়ে ২/১৪৩; আলমুহীতুল বুরহানী ৩/২১৫; খিযানাতুল আকমাল ১/২৮৭; আদ্দুররুল মুখতার ২/২৫৭, ৩৬৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন