শাবান-রমযান ১৪৩৯ || মে-জুন ২০১৮

তাউসীফ কবীর - সিলেট

৪৪৩০. প্রশ্ন

নামাযের ইকামতের সময় অনেককে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাই ইমাম সাহেব একদিন বললেন যে, ইকামতেরও জবাব দেওয়া উচিত। জানার বিষয় হল, আসলেই কি ইকামতের জবাব দেওয়া আবশ্যক?

উত্তর

ইমাম সাহেব ঠিকই বলেছেন। ইকামতের জবাব দেওয়া মুস্তাহাব। একটি বর্ণনায় ইকামতের জবাব দেওয়ার কথাও  পাওয়া যায়।

-সুনানে আবু দাউদ, হাদীস ৫২৯; কিতাবুল আছল ১/১২১; আলবাহরুর রায়েক ১/২৫৯; আদ্দুররুল মুখতার ১/৪০০; ইলাউস সুনান ২/১২৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন