শাওয়াল ১৪৩৮ || জুলাই ২০১৭

মুহাম্মাদ খাইরুল ইসলাম - ওয়েব সাইট থেকে প্রাপ্ত

৪১২৫. প্রশ্ন

আমি একজন বেসরকারী কর্মকর্তা। আমাকে প্রতি বছর অনেক টাকা ইনকামট্যাক্স দিতে হয়। করের পরিমাণ কমানোর জন্য আয়কর রেয়াত পাওয়ার কয়েকটি অপশন আছে। তার মধ্যে ব্যাংকে ডিপিএস করা, সঞ্চয়পত্র ক্রয় করা ইত্যাদি। সুদের লভ্যাংশ না নেয়ার নিয়তে কেবলমাত্র করের পরিমাণ কমানোর জন্য ব্যাংকে ডিপিএস করা অথবা সঞ্চয়পত্র ক্রয় করা ঠিক হবে কি না?

 

উত্তর

ইনকামট্যাক্স কমানোর জন্য সুদী ব্যাংকে ডিপিএস করা কিংবা সঞ্চয়পত্র ক্রয় করা জায়েয নয়। যদিও অর্জিত সুদ সদকা করে দেয়ার নিয়ত থাকে। কেননা, এতে সুদী চুক্তিতে আবদ্ধ হতে হচ্ছে। আর সুদ নিজে ব্যবহার না করলেও সুদী চুক্তিতে আবদ্ধ হওয়াই পৃথক গুনাহের কাজ। তাই কর কমানোর জন্যও সুদী চুক্তির আশ্রয় নেয়া জায়েয হবে না।

-সহীহ মুসলিম, হাদীস ১৫৯৮, ১৫৯৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন