যিলক্বদ ১৪৩৮ || আগস্ট ২০১৭

আমীনুর রহমান - নড়াইল

৪১৫৪. প্রশ্ন

আমার বড় ভাইয়ের বিয়েতে বেশ কিছু স্বর্ণের আংটি গিফট আসে। ভাইয়া আমাদের পাঁচ ভাইয়ের প্রত্যেককে ব্যবহারের জন্য একটি করে আংটি দেয়। আমি জানি, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। সবাইকে বিষয়টি জানালে তারা তা থেকে বিরত হয়। কিন্তু আমার ছোট ভাই, যার বয়স দশ বছর ভাইয়া তাকে ছোট করে একটি আংটি বানিয়ে দেয় এবং বলে, ছোটদের আবার নিষেধাজ্ঞা আছে নাকি? এখন আমি জানতে চাই, ছোটদের জন্য স্বর্ণ ব্যবহার করা বৈধ কি না?
 

উত্তর

ছোট ছেলেদেরকেও স্বর্ণ ব্যবহার করতে দেওয়া নাজায়েয। এতে তার অভিভাবকের গুনাহ হবে। হাদীসে এসেছে, আলী রা. বলেন,

إن نَبِي اللهِ صَلَى الله عَلَيهَ وَسَلم أَخَذَ حَرِيراً فَجَعَلَه فِي يَمِينِه، وَأَخَذَ ذَهَباً فَجَعَلَه فِي شِمَالِه، ثم قَالَ: إنَ هذَينِ حَرَامٌ عَلى ذُكُورِ أُمَتي.

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে রেশমি কাপড় আর বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন, এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। -সুনানে আবু দাউদ, হাদীস ৪০৫৪; সুনানে নাসায়ী ৮/১৬০

ফকীহগণ বলেন, উপরোক্ত হাদীসের নিষেধাজ্ঞাটি ছোটদেরকে পরানোর ক্ষেত্রেও প্রযোজ্য। অতএব বড়রা পরালে তাদের গুনাহ হবে।

-শরহু মুখতাসারিত তহাবী ৮/৫২৯-৫৩০; তাবয়ীনুল হাকায়েক ৭/৩৭; জামিউ আহকামিস সিগার ১/২১২; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৩১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন