যিলক্বদ ১৪৩৮ || আগস্ট ২০১৭

আজমল খান - মিরপুর, ঢাকা

৪১৪৫. প্রশ্ন

আমাদের মসজিদের একই ছাদের সাথে মিলিয়ে নীচ তলায় এবং দ্বিতীয় তলায় কোয়াটার নির্মাণ করা হয়েছে। কোয়াটারটি মূল মসজিদের বাহিরের অংশে এবং এর প্রবেশপথ মসজিদের প্রবেশপথ থেকে সম্পূর্ণ ভিন্ন। জানতে চাচ্ছি, এ কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করা শরীয়তসম্মত হবে কি না? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

 

উত্তর

হাঁ, মসজিদ সংলগ্ন কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করা জায়েয। কোয়ার্টারের প্রবেশ পথ মসজিদের রাস্তা থেকে পৃথক রাখা উত্তম কাজ হয়েছে। আর কোয়ার্টারের ছাদ মসজিদের ছাদের সাথে মিলিয়ে দেয়া অন্যায় হয়নি।

-শরহুল মুনয়াহ পৃ. ৬১৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন