যিলক্বদ ১৪৩৮ || আগস্ট ২০১৭

নাজিয়া সুলতানা - উত্তরা, ঢাকা

৪১৪২. প্রশ্ন

হুযুর! গত কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আমার স্বামী এন্তেকাল করেছে। তার জীবদ্দশায় একটি দুধের বাচ্চা নিয়ে শহরের একটি ফ্ল্যাট বাসায় আমরা ভাড়া থাকতাম। তার অবর্তমানে এখন সে বাসায় ছোট বাচ্চা নিয়ে একাকী থাকতে খুব ভয় হচ্ছে। প্রায় রাতেই উল্টাপাল্টা স্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠি। দৈনন্দিন প্রয়োজন পূরণ করতেও খুব কষ্ট হচ্ছে। একটু দূরে আমার ভাইয়ের বাসা আছে। ভাইয়া বলছেন, তার বাসায় গিয়ে ইদ্দত পালন করতে। আমি কি বর্তমান বাসা থেকে বের হয়ে তার বাসায় গিয়ে ইদ্দত পালন করতে পারব? দয়া করে জানালে  উপকৃত হব।

 

উত্তর

প্রশ্নের বিবরণ অনুযায়ী বর্তমান বাসায় একাকী থাকতে যেহেতু আপনার খুব সমস্যা হচ্ছে এবং খরচ চালাতেও কষ্ট হচ্ছে তাই এ পরিস্থিতিতে আপনি ভাইয়ের বাসায় গিয়ে ইদ্দতের বাকি অংশ পালন করতে পারবেন।

-ফাতাওয়া খানিয়া ১/৫৫৪; আলমুহীতুল বুরহানী ৫/২৩৮; আলবাহরুর রায়েক ৪/১৫৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৩৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন