মুহাম্মাদ ইয়াকুব - টঙ্গী, গাজীপুর
৪১৪০. প্রশ্ন
এক ব্যক্তি হজে¦ যাওয়ার জন্য বাড়িতে থাকতেই ইহরাম বেধেছে। হঠাৎ তার মা একটি মুমূর্ষু মুরগী হাতে নিয়ে তার কাছে এসে বললেন, বাবা! আর কাউকে তো কাছে দেখছি না; জলদি মুরগীটি জবাই কর। না হয় মরে যেতে পারে। সে দ্রুত একটি ছুরি নিয়ে মুরগীটি জবাই করে দিয়েছে। দূর থেকে তার এক চাচা এটা দেখে বললেন, ইহরাম অবস্থায় কোনো কিছু জবাই করা নিষেধ তাই জরিমানা হিসেবে তোমার উপর একটি দম ওয়াজিব হয়েছে। জানতে চাচ্ছি তার চাচার উক্ত কথা কি ঠিক? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
উত্তর
তার চাচার উক্ত কথা ঠিক নয়। ইহরাম অবস্থায় গৃহপালিত পশু যেমন : হাঁস, মুরগী, গরু-ছাগল ইত্যাদি জবাই করা নিষিদ্ধ নয়। তাই ঐ ব্যক্তি মুরগীটি জবাই করার কারণে কোনো জরিমানা ওয়াজিব হয়নি।
-আলজামেউস সগীর পৃ. ১৫২; মাবসূত, সারাখসী ৪/৯৪; আলমুহীতুল বুরহানী ৩/৪১৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২৫২