ইউনুস আহমাদ - লালমনিরহাট
৪১৩৯. প্রশ্ন
আমাদের ৩০ সদস্য বিশিষ্ট একটি সমিতি আছে। বর্তমানে সমিতির জমানো টাকার পরিমাণ ৭০০০০-এর উপর। আমরা এ বছর ঐ টাকা দিয়ে ব্যবসা করতে চাচ্ছি। এবং এজন্য একটি মাঝারী মানের মুদীর দোকান চালু করেছি।
জানতে চাচ্ছি, যেহেতু সকলের টাকায় ব্যবসা করা হচ্ছে এবং ব্যবসার মালামাল যাকাতের নেসাবের চেয়ে বেশি তাই আমাদেরকে উক্ত মালামালের যাকাত আদায় করতে হবে কি না? হলে কীভাবে তা আদায় করতে হবে?
উত্তর
সমিতির সমষ্টিগত সম্পদের উপর যাকাত ফরয হয় না। যাকাত ফরয হয় একেক ব্যক্তির নিজ মালিকানাধীন সম্পদের উপর, যদি তা নেসাব পরিমাণ হয় এবং অন্যান্য শর্ত পাওয়া যায়। সুতরাং সমিতির কোনো সদস্যের সমিতির অংশ নেসাব পরিমাণ হলে অথবা তার অন্যান্য যাকাতযোগ্য সম্পদ মিলে নেসাব পরিমাণ হয়ে গেলে তার উপর যাকাত ফরয হবে।
-বাদায়েউস সনায়ে ২/১২৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২৪২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮১