মুহাম্মাদ শরীফ - মুন্সিগঞ্জ
৪১৮২. প্রশ্ন
আমি জানি, দুধবোনের সাথে দেখা-সাক্ষাৎ জায়েয। কেননা তার সাথে বিবাহ বৈধ নয়। কিন্তু আমার এক দুধবোন আছে। অনিচ্ছা সত্ত্বেও তাকে নিয়ে আমার মনে মাঝে মধ্যে কুধারণা আসে। এমতাবস্থায় তার সাথে দেখা-সাক্ষাৎ ও কথাবার্তা বলতে কি কোনো সমস্যা আছে? দয়া করে জানাবেন।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য ঐ মেয়ের সাথে কথাবার্তা ও দেখা-সাক্ষাৎ থেকে বিরত থাকা আবশ্যক। কেননা সে মাহরাম হলেও তার ব্যাপারে যেহেতু আপনার কুচিন্তা হয় তাই তার থেকে দূরে থাকা জরুরি। কোনো মাহরামের ব্যাপারে মনে কুচিন্তা আসলে বা গুনাহে পড়ার আশংকা হলে তার সাথেও প্রয়োজনীয় দূরত্ব অবলম্বন করা জরুরি হয়ে যায়।
-বাদায়েউস সনায়ে ৪/২৯২; আলবাহরুর রায়েক ৮/১৯৪; আদ্দুররুল মুখতার ৬/৩৬৮