তাহমীনা জাহান - নোয়খালী
৪১৮০. প্রশ্ন
আমার বান্ধবীদের অনেকেই পার্লারে গিয়ে ভ্রু প্লাক করে এবং জোড়া ভ্রু পৃথক করে। আমি জানতে চাচ্ছি, এভাবে জোড়া ভ্রু পৃথক করা এবং ভ্রু প্লাক করা শরীয়তের দৃষ্টিতে বৈধ কি না?
উত্তর
ভ্রু প্লাক করা ও জোড়া ভ্রু পৃথক করা বৈধ নয়। হাদীস শরীফে এসেছে, যে নারী কপালের স্বাভাবিক পশম উঠায়, আল্লাহ তাআলা তার উপর অভিসম্পাত করেন। সুতরাং এরূপ করা থেকে বিরত থাকা কর্তব্য।
-সহীহ বুখারী, হাদীস ৫৯৩৯; ফাতহুল বারী ১০/৩৯০; আলইখতিয়ার ৪/১৪২; রদ্দুল মুহতার ৬/৩৭৩