রবিউল আউয়াল ১৪৩৯ || ডিসেম্বর ২০১৭

মুহাম্মাদ খালেদ - ওয়েব থেকে প্রাপ্ত

৪২৭৫. প্রশ্ন

আমাদের গ্রামে মাঝে মাঝে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। কখনো আমাদের গ্রামেরই দুই দলের মাঝে, কখনো অন্য গ্রামের দলের সাথে। তো খেলা শুরুর আগেই প্রত্যেক খেলোয়ার নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখে। খেলায় যে দল বিজয়ী হয় সেই দলকে পূর্ণ জমা টাকা দিয়ে দেওয়া হয়। সকলের সম্মতিতেই এটি হয়। আমাদের জানামতে এতে কোনো সমস্যা নেই। কিন্তু সেদিন আমার ভার্সিটির এক দ্বীনদার বন্ধু বলল, এটি নাকি জায়েয নেই। তার কথা শুনে আমি একটু দ্বিধায় আছি। মুফতী সাহেবের কাছে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত জানতে চাই।

 

উত্তর

আপনার ঐ বন্ধু ঠিকই বলেছেন। অংশগ্রহণকারী প্রতিযোগীদের থেকে টাকা নিয়ে তা বিজয়ী দল বা ব্যক্তিকে দিয়ে দেওয়া নাজায়েয। এটি এক ধরনের কিমার তথা জুয়া। তাই এমনটি  করা থেকে বিরত থাকতে হবে। তবে প্রতিযোগীদের বাইরের কেউ যদি বিজয়ী দল বা অন্য কাউকে পুরস্কারস্বরূপ কোনো কিছু দেয় তবে এই পুরস্কার দেওয়া ও গ্রহণ করা জায়েয হবে।

প্রকাশ থাকে যে, মুসলমানদের খেলাধুলা তথা শরীরচর্চা ও বিনোদন অবশ্যই শরীয়তসম্মত পন্থায় হওয়া আবশ্যক। শরীয়তসম্মত না হলে সে খেলায় কোনোভাবেই পুরস্কার দেওয়া বৈধ নয়। কেননা এতে নাজায়েয কাজে উদ্বুদ্ধ করা হয়।

-সূরা মায়েদা (৫) : ৯০; তাফসীরে ইবনে কাসীর ২/১৪৬; শরহু মুখতাসারিত তহাবী ৭/৩৬৯; খুলাছাতুল ফাতাওয়া ৪/৩৭৮; তাবয়ীনুল হাকায়েক ৭/৭১; আদ্দুররুল মুখতার ৬/৪০২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন