রবিউল আউয়াল ১৪৩৯ || ডিসেম্বর ২০১৭

মুহাম্মাদ ওয়াফী - উত্তরা, ঢাকা

৪২৫৭. প্রশ্ন

ভুলবশত বিতরের নামাযে দুআয়ে কুনূত জোরে পড়ার দ্বারা সেজদায়ে সাহু ওয়াজিব হবে কি না?

 

উত্তর

দুআয়ে কুনূত জোরে পড়লে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না। তবে দুআয়ে কুনূত আস্তে পড়া উত্তম।

-আলবাহরুর রায়েক ২/৯৭; রদ্দুল মুহতার ২/৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন