যিলক্বদ ১৪৩৮ || আগস্ট ২০১৭

রাফিউল ইসলাম - কেরানীগঞ্জ, ঢাকা

৪১৩২. প্রশ্ন

কোনো ব্যক্তি যদি নামাযে অনিচ্ছাকৃতভাবে শুধু নিজে শুনতে পায় এতটুকু আওয়াজে কাউকে আসসালামু আলাইকুম বা অন্য কোনো কথা বলে ফেলে তাহলে কি তার নামায ভেঙ্গে যাবে? দয়া করে জানালে উপকৃত হব।

 

 

উত্তর

নামাযে কাউকে সম্বোধন করে আসসালামু আলাইকুম বললে বা অন্য কোন কথা নিজে নিজে বললেও নামায ভেঙ্গে যাবে। চাই সেটা নিচু আওয়াজে এবং অনিচ্ছাকৃতই হোক না কেন। হযরত মুআবিয়া ইবনুল হাকাম সুলামী রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-

إِنّ هَذِهِ الصّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النّاسِ، إِنَّمَا هُوَ التّسْبِيحُ وَالتّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ.

নিশ্চয় নামাযে কথা বলার সুযোগ নেই। নামায তো কেবল তাসবীহ, তাকবীর এবং কুরআন তিলাওয়াত। (সহীহ মুসলিম, হাদীস ৫৩৭)

-মাবসূত, সারাখসী ২/১১২; বাদায়েউস সানায়ে ১/৫৪৫; ফাতহুল কাদীর ১/৩৪৫; আলবাহরুর রায়েক ২/৮; হালবাতুল মুজাল্লি ২/৪২৪; আদ্দুররুল মুখতার ১/৬১৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন