রবিউল আউয়াল ১৪৩৯ || ডিসেম্বর ২০১৭

নাফীসা তাসনীম - মগবাজার, সিলেট

৪২৪৫. প্রশ্ন

আমি একজন গৃহিণী। বাসায় বড় মাছ কাঁটতে গেলে অনেক সময় কাপড়ে মাছের রক্ত লাগে। সাধারণত এমন হলে আমি সে কাপড় পরিবর্তন করে নামায পড়ি। কিন্তু একদিন ভুলবশত মাছের রক্তযুক্ত কাপড় পরেই সেদিনের আসরের নামায পড়ে ফেলি। পরে মাগরিবের সময় স্মরণ হলে সে কাপড় পরিবর্তন করি। এখন জানার বিষয় হল, আমার সেদিনের আসর নামায কি আদায় হয়নি? এখন কি তা কাযা করতে হবে?

 

উত্তর

মাছের রক্ত অপবিত্র নয়। কাপড়ে লাগলে কাপড় নাপাক হয় না। সুতরাং মাছের রক্ত মাখা কাপড় নিয়ে যে নামায পড়েছেন তা সহীহ হয়েছে। তা কাযা করতে হবে না। তবে কাপড় যে পরিষ্কার থাকা উচিত তা তো বলার অপেক্ষা রাখে না।

-মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদীস ২০৩৬; আলমাবসূত, সারাখসী ১/৮৭; বাদায়েউস সনায়ে ১/১৯৫; ফাতহুল কাদীর ১/১৭৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৪৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন