মুহাম্মাদ আবদুর রশীদ - কক্সবাজার
৪১০৯. প্রশ্ন
গত ২৩ রমযান আমার নানী ইন্তেকাল করেন। অসুস্থতার দরুণ মাত্র দুইটি রোযা ছাড়া কোনো রোযা রাখতে পারেননি। আমার মামা-খালারা এখন তার উক্ত রোযাগুলোর ফিদয়া আদায় করতে চাচ্ছেন। তাই জানতে চাই, তার ছুটে যাওয়া প্রতি রোযার জন্য কত টাকা করে ফিদয়া আদায় করতে হবে?
উত্তর
আপনার নানী যেহেতু গত রমযানেই ইন্তেকাল করেছেন এবং সেই রমযানের ছুটে যাওয়া রোযাগুলো কাযা করার সুযোগই পাননি তাই সেগুলোর জন্য ফিদয়া দিতে হবে না।
-কিতাবুল আছল ২/১৬৫; আলমাবসূত, সারাখসী ৩/৮৯; আলবাহরুর রায়েক ২/২৮৩; রদ্দুল মুহতার ২/৪২৩