শা‘বান-রমযান ১৪৩৮ || মে-জুন ২০১৭

রকিবুল ইসলাম - কেরানীগঞ্জ, ঢাকা

৪০৯৯. প্রশ্ন

কোনো কোনো হোটেলে নাস্তা বা খানা খাওয়ার পর হাত মোছার জন্য পেপারের টুকরা দেওয়া হয়। জানার বিষয় হল, পেপারের টুকরা দিয়ে হাত মোছা যাবে কি?

 

উত্তর

কাগজ ইলম ও জ্ঞান অর্জনের মাধ্যম। আর ইলমের সকল মাধ্যম অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সম্মানযোগ্য। তাই পেপারের টুকরা দিয়েও হাত মোছা ঠিক নয়। এটা আদব পরিপন্থী কাজ।

-আলমুহীতুল বুরহানী ৮/১২৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন