শা‘বান-রমযান ১৪৩৮ || মে-জুন ২০১৭

আবুল হাসান - উত্তরা, ঢাকা

৪০৮৬. প্রশ্ন

যাকাতের টাকা মসজিদ মাদরাসার নির্মাণকাজে ব্যয় করা যাবে কি?

 

উত্তর

নামসজিদ মাদরাসার নির্মাণ কাজে যাকাতের অর্থ ব্যয় করা যাবে নাবরং যাকাত আদায় হওয়ার জন্য শর্ত হলযাকাত গ্রহণের যোগ্য কাউকে যাকাতের টাকার পূর্ণ মালিক বানিয়ে দেওয়া। 

-মুসান্নাফে আব্দুর রায্যাক ৪/১১৩; হেদায়া ১/২০৫; ফাতহুল কাদীর ২/২০৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৭২; ফাতাওয়া সিরাজিয়া ৮২; আদ্দুররুল মুখতার ৩/২৯১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন