হামীদুল্লাহ - ঝিনাইদহ
৪০৮৪. প্রশ্ন
আমার কাছ থেকে একজন ১লাখ টাকা ধার নিয়েছে। আমার কাছে যে নগদ টাকা আর গয়না আছে, তার যাকাত তো আমি দিবই। কিন্তু ওই ধার নেওয়া টাকার যাকাতও কি আমাকে দিতে হবে?
উত্তর
হাঁ, ওই এক লাখ টাকার যাকাতও আপনাকে দিতে হবে।
-রদ্দুল মুহতার ২/৩০৫