শা‘বান-রমযান ১৪৩৮ || মে-জুন ২০১৭

হাসান মাহমুদ - যাত্রাবাড়ি

৪০৭৯. প্রশ্ন

কুলি করার পর সাধারণত মুখে যে পানি লেগে থাকে তা রোযা অবস্থায় থুথুর সাথে গিলে ফেললে রোযার কোনো ক্ষতি হবে কি?

 

উত্তর

নাএতে রোযার কোনো ক্ষতি হবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩; মাজমাউল আনহুর ১/৩৬১; মারাকিল ফালাহ পৃ.৬৬০; আদ্দুররুল মুখতার ২/৩৬২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন