জুমাদাল উলা ১৪৩৮ || ফেব্রুয়ারি ২০১৭

মানযুরুল কারিম - মিরপুর, ঢাকা

৪০০৪. প্রশ্ন

. কসমের কাফফারার রোযা কি লাগাতার ধারাবাহিকভাবে রাখতে হয়, নাকি মাঝে বিরতি দিয়ে ভেঙ্গে ভেঙ্গেও রাখা যায়।

. একাধিক কসমের জন্য কি একাধিক কাফফারাই লাগবে, নাকি একটি কাফফারাই যথেষ্ট হবে?

 

 

 

উত্তর

কসমের কাফফারা দরিদ্রদের খাবার বা কাপড় প্রদানের মাধ্যমে আদায় করার সামর্থ্য না থাকলে তিনটি রোযা ধারাবাহিকভাবে রাখতে হবে। কোনো কারণে ধারাবাহিকতা ছুটে গেলে তা কাফফারার রোযা হিসেবে আদায় হবে না। সেক্ষেত্রে ধারাবাহিকভাবে তিনটি রোযা পূর্ণ করতে হবে।

প্রতিটি কসমের জন্য ভিন্ন ভিন্ন কাফফারা আদায় করতে হবে। একাধিক কসমের জন্য একটি কাফফারা যথেষ্ট নয়।

-ফাতহুল কাদীর /৩৬৬তাবয়ীনুল হাকায়েক /৪৩২ফাতাওয়াহিন্দিয়া /৬৮আলইখতিয়ার /৩৮৪আদ্দুররুল মুখতার /৭১৪বেহেশতী জেওর /৫৩;ইমদাদুল ফাতাওয়া /৫৪৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন