জুমাদাল উলা ১৪৩৮ || ফেব্রুয়ারি ২০১৭

মুহাম্মাদ রফিক আহমেদ - ঝালকাঠী

৩৯৮৩ . প্রশ্ন

মহিলাদের মাসিকের সময় আইয়ামে তাশরীকে তাকবীরে তাশরীক কীভাবে পড়বে? নামায না থাকলেও তাকবীরে তাশরীক পড়তে হবে কি?

 


উত্তর

মাসিকের সময় যেহেতু নামায নেই তাই  সময় তাদেরকে তাকবীরে তাশরীক পড়তে হবে না।তাকবীরে তাশরীকটা মূলত নামাযের সাথে সম্পৃক্ত।

-আলবাহরুর রায়েক ২/১৬৫; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ২৯৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন