মুহাম্মাদ যামিনুর - কুড়িগ্রাম
৪০২৭. প্রশ্ন
অতীতে আমি অন্যের গাছের ডাব, পুকুরের মাছ ইত্যাদি চুরি করে খেয়েছি। আল্লাহর মেহেরবানীতে আমার ভেতর দ্বীনী বুঝ এসেছে। তাই জানতে চাচ্ছি, আমি চুরির এই গুনাহ থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি এবং ঐ পাওনাগুলোর ব্যাপারে কী করতে পারি?
উত্তর
প্রশ্নোক্ত অবস্থায় আপনার কর্তব্য হল, ঐ সকল ফলমূল ও মাছ ইত্যাদির আনুমানিক ন্যায্য মূল্য সেগুলোর মালিককে পৌঁছে দেওয়া। মালিক জীবিত না থাকলে তার ওয়ারিশদেরকে দিতে হবে। আর যদি মালিক বা তার ওয়ারিশ জানা না থাকে তাহলে ঐ টাকা মালিকের পক্ষ থেকে ফকীর-মিসকীনকে সদকা করে দিতে হবে ।
আর সর্বাবস্থায় আল্লাহ তাআলার দরবারে তওবা-ইস্তিগফার করতে হবে।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ২৩৫৯৪; শরহুল মাজাল্লাহ ১/২৬৪; বাদায়েউস সানায়ে ৬/৪৪; আদ্দুররুল মুখতার ৪/২৮৩, ৬/১৮৩; আলইখতিয়ার ২/৫৬৪