রবিউল আউয়াল ১৪৩৮ || ডিসেম্বর ২০১৬

কাজী আবু বকর - নাঙ্গলকোর্ট, কুমিল্লা

৩৯৪০. প্রশ্ন

 

বছর খানেক হয়ে গেছে খালেদের  শ্বশুর মারা যায়। এখন খালেদের বাবা তার শাশুড়িকে বিয়ে করতে চাচ্ছে। শরীয়তের দৃষ্টিতে তাদের পরস্পরে বিবাহ কি বৈধ হবে?


 

উত্তর

খালেদের শাশুড়ি যেহেতু তার পিতার মাহরাম নয় তাই তার শাশুড়ির সাথে তার পিতার বিবাহ জায়েয আছে।

-আল ফাতাওয়াল খাইরিয়্যাহ ১/৩৯; ফাতহুল কাদীর ৩/১২০; রদ্দুল মুহতার ৩/৩১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন