মাওলানা নূর মুহাম্মাদ - নারায়ণগঞ্জ
১৯৩৮. প্রশ্ন
জনৈক ব্যক্তি একটি চারতলা মার্কেট নির্মাণ করেছে। তৃতীয় ও চতুর্থ তলাকে মসজিদ বানাতে চায়। জানার বিষয় হল, উক্ত মসজিদটি শরঈ মসজিদ হিসাবে গণ্য হবে কি না?উত্তর
হ্যাঁ, ঐ দুই তলা স্থায়ীভাবে মসজিদের জন্য ছেড়ে দিলে তা শরঈ মসজিদ হিসাবে গণ্য হবে। উল্লেখ্য, সম্ভব হলে এক্ষেত্রে মসজিদের জন্য পৃথক সিড়ির ব্যবস্থা করা উত্তম হবে।ফাতাওয়া তাতারখানিয়া ৫/৮৪৩; আলবাহরুর রায়েক ৫/২৫১; ফাতহুল কাদীর ৬/২১৮; আদ্দুররুল মুখথার ২/৫৯৪