মুহাম্মাদ আদনান ফারূকী - গফরগাও, ময়মনসিংহ
১৯২৬. প্রশ্ন
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে যে অসুখে আক্রান্ত হয়েছিলেন তা কোন দিন শুরু হয়েছিল? সফর মাসের শেষ বুধবার তিনি আরোগ্য লাভ করেছিলেন-এ কথা কি ঠিক? সফর মাসের শেষ বুধবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছিলেন এক ব্যক্তি এমন বক্তব্য দিলে শ্রোতাদের মধ্য থেকে একজন আপত্তি করে। সঠিক বিষয়টি কী জানিয়ে বাধিত করবেন।
উত্তর
সফর মাসের শেষ বুধবার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোগ্য লাভ করেছিলেন-এ কথা ঠিক নয়; বরং সফর মাসের শেষ বুধবার তাঁর অসুস্থতা শুরু হয়েছিল এবং এই অসুখেই তিনি ইন্তেকাল করেন।
আসসীরাতুন নববিয়্যাহ, ইমাম যাহাবী পৃ. ৩৯৮; সুবুলুল হুদা ওয়াররাশাদ ১২/২৩৫; ফাতহুল বারী ৭/৭৩৫; আলবিদায়া ওয়াননিহায়া ৮/২৫-২৬; আলকামেল ফিত-তারীখ ২/৩১৭